Main Menu

কসবা উপজেলা পূজা কমিটি গঠন নিয়ে অভিযোগ

+100%-

mongoldip

কসবা উপজেলা হিন্দু সম্প্রাদায়ের উপজেলা পর্যায়ের পূজা কমিটি না থাকায় পূজা পালনে সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন উপজেলা কমিটি না থাকায় গত ৯ ফেব্রুয়ারী বিকালে কসবা কেন্দ্রীয় জিউর মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুটি ১৪ পূজা পালনকারী হিন্দু সমাজ বাবু তুলশী,জীবন মোদক প্রমুখ উপজেলা পূজা কমিটি গঠন কল্পে সভাপতি অথবা সাধারণ সম্পাদকের একটি পদ প্রদানে দাবী জানান। কিন্ত কসবা সদরের দুই পূজা কমিটি তাতে একমত পোষন না করায় কুটি থেকে দুই বাস বহনকারী হিন্দু সমাজের লোকজন কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে আলোচনা সভাটি প্রত্যাহান করেন। এবং বলেন উপরোক্ত যে কোনো একটি পদ কুটিবাসীকে না দিলে কসবা উপজেলা পূজা কমিটি গঠনের সাথে একমত পোষন করা হবে না। এই দিকে আগত কুটি হিন্দু সমাজ প্রতিবাদে রাস্তা ফেটে পড়েন। এই কসবা পূজা কমিটি অভিযোগটি সঠিক নয় তবে পদ দাবীর বিষয়টি স্বীকার করেছেন।






0
0Shares