কসবা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

0 2

কসবা প্রতিনিধি::  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ – ২০১৮ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন,৩৩ আনসার ব্যাটালিয়ন সুহিলপুর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভূইয়া, কসবা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসাদুল ইসলাম প্রমুখ।
এই সমাবেশে কসবা উপজেলার আনসার ও ভিডিপি নারী পুরুষ সদস্যরা অংশ গ্রহণ করেন।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সমাবেশে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করার লক্ষ্যে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে আনসার সদস্যরা সঠিক দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares