কসবায় ৭৪ভোট কেন্দ্রে ২৩৩২১৫জন ভোটার ভোট দিবে
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭৪ কেন্দ্রে পাঠাচ্ছে ব্যালট পেপার ও ভোটের বাক্স। স্থানীয় উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটানিং অফিসার ভোটকেন্দ্র দায়িত্বরতদের দিচ্ছে ব্রিফিং প্যারেড।
কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ১৭১ জন পুলিশ,৮৮৮জন আনসার ও ৭৪জন গ্রাম পুলিশ সদস্যদেরকে নির্বাচন দায়িত্ব করবে এবং তাদেরকে নির্বাচন বিষয়ে ব্রিফিং প্যারেড দিয়েছেন।
এই সময় কসবা সার্কে সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক,সহকারী রিটানিং অফিসার হাসিনা ইসলাম ও কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক,ওসি তদন্ত আসাদুল ইসলঅম এবং কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী উপস্থিত ছিলেন।
শনিবার দপুর থেকে বিকাল পর্যন্ত কসবা নির্বাচন অফিসার মো: জিল্লুর রহমান,সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম প্রমুখ কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার,ভোটের বাক্্র প্রিজাডিং অফিসারের কাছে সরবরাহ করেন।
কসবা উপজেলায় ৭৪টি ভোট কেন্দ্রে মোট ২লাখ ৩৩ হাজার ২শ ১৫ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১২১২ ৭ ও নারী ভোটার ১১১০৮৮জন ।