কসবায় ৪চোরাই সিএনজি ও গাঁজা উদ্ধার। আটক ৫জন
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া কসবায় চোরাই ৪ সিএনজি ও গাঁজা উদ্ধার ৫জন আটক।
৫ /৩/২০১৯ সকালে কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চলাকালে কসবা পশ্চিম ইউনিয়ন আকছিনা কবরস্থান থেকে ৩কেজি গাঁজা নিয়েকবির হোসেন,শফিক মিয়া ও হেলেনা আক্তার নামে ১মহিলাসহ ৩ জন এবং পৃথক অভিযান চালিয়ে ৪চোরাই সিএনজিসহ আল আমিন ও মোশারফ হোসেন নামে ২চোরকে পুলিশ আটক করেছে।
আটক কৃত পাঁচজনকে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে প্রেরণ করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক জানান;গাঁজাসহ ৪জন এবং ৪ চোরাই সিএনজি উদ্ধারসহ ২জন চোরকে আটক করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা কসবা থানা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান এসআই ফারুক হোসেন ও এস আই সাইফুল ইসলাম মাদক প্রতিরোধে ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছেন।