কসবায় ৩৪ কেজি গাঁজাসহ প্রাইভেট কার নিয়ে একজন আটক

0 7

99কসবা প্রতিনিধি (ব্রাহ্মনবাড়িয়া): কসবায় ভারতীয় গাঁজাসহ প্রাইভেটকার নিয়ে একজনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল (বৃহস্পতিবার) ভোর রাতে কসবা থানার পুলিশ বিশেষ অভিয্ন চালিযে উপজেলার গ্রিসনগর জামে মসজিদের সামনের রাস্তা থেকে গোপন সংবাদের ভিওিতে একটি প্রাইভেটকার আটক করে। গাড়ীতে তল্লাশি করে ৩৪ কেজি গাজা উদ্ধার করে এবং শাহিন আলম(২১) (পিতা আবুল কালাম,গ্রাম ছোট গদাচর, মাধবদী,নরসিংদী) নামে একজনকে আটক করে ।  এই ব্যাপারে কসবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares