কসবায় ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার -১, গাড়ি জব্দ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০কেজি গাঁজাসহ পিক-আপ ভ্যান জব্দ। সফিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ(১৮জুলাই) ভোরে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে কসবা উপজেলার বিনাউটি ইউপির মজলিশ পুর নুরু মোল্লার বাড়িরর পাশে পাকা রাস্তার উপর থেকে একটি পিক আপ ভ্যান আটক করে যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৭-৬৬৪৯। এর ভিতর থেকে ২০কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ির চালক মহাদেব দেবনাথ কে আটক করা হয়। গাঁজার মালিক সফিক মিয়া-পিতা-বসু মিয়া সাং-লতুয়ামুড়া, সবুজ মিয়া -পিতা-হিরন মিয়া-সাং-আকাবপুর,ওয়াসিম মিয়া পিতা-মিজান মিয়া, ও জুয়েল মিয়া পিতা-নুরুল ইসলাম উভয় সাং-ধজনগর,কসবা,ব্রাহ্মণবাড়িয়া, পালিয়ে যায় বলে আটককৃত ব্যক্তিসহ ডিবি পুলিশ জানান।
জব্দকৃত গাঁজাসহ গাড়ির মূল্য ১১লাখ টাকা বলে ডিবি তদন্ত কর্মকর্তা এস আই ফারুক হোসেন সাংবাদিকদেরকে জানান।
কসবা থানায় মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ।