কসবায় ১০ কেজি গাঁজাসহ একজন আটক
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ নান্নু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নান্নু মিয়া সাহাপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল কসবা উপজেলার সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০ কেজি গাঁজাসহ নান্নু মিয়াকে আটক করে।
তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় নান্নু মিয়ার বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।