কসবায় স্কুল ছাত্রী মিতুর হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0 3

kasba14316কসবা উপজেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িযার কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী মিতুকে  গত ৫মে শনিবার  গলা কেটে হত্যা করে ঘাতকরা। এই হত্যার  প্রতিবাদে ও ঘাতকের চাচা মাসুকসহ খুনীদের ফাঁসীর দাবীতে  সোমবার  দুপুরে মানববন্ধন করেন কসবা উপজেলা কিন্ডার গার্টেন  এসোসিয়েশন। এতে উপজেলা সদরের ৬টি  স্কুলের ছাত্র/ছাত্রী অভিভাবকবৃন্দরা অংশ গ্রহণ করেন।।

kasba143161

কসবা উপজেলা শহর পদক্ষিণ শেষে কসবা উপজেলা প্রশাসন এর সামনে মানববন্ধন শেষে  স্বাধীনতা চত্বরে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডার গার্টেন  এসোসিয়েশনের সভাপতি প্রভাষক জানে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু,কসবা উপজেলঅ প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জয়নাল আবেদীন,আইডিয়াল প্রি-ক্যাডে ও হাই স্কুলের অধ্যক্ষ সালাউদ্দিন, সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ সাহা প্রমুখ। বক্তারা স্কুল ছাত্রী মিতুর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ফাঁসীর দাবী করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares