কসবায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” লোকজ মেলা অনুষ্ঠিত

0 2

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এক লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপরে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে মেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার ও কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক প্রমুখ।

এই লোকজ মেলায় ১৫টি স্টল প্রদর্শনী করাসহ স্টল প্রদশনীকে পুরস্কার প্রদান করা হয়েছে। মেলার আগে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরিশেষে যেমন খুশি তেমন সাজসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares