কসবায় মে দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
কসবা প্রতিনিধি:: “ভিক্ষা চাইনা শ্রমজীবী মানুষের অধিকার ও আদায় চাই “এই শ্লোগানকে সামনে রেখে” ১লা মে দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদরে শোভা যাত্রা,সমাবেশসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে সংগঠনের সভাপতি মো: রফিক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সসুপার মাকেট চত্বর সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর েশীদ ঢালী,সংগঠনের সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন প্রমুখ।
বিকালে আলোচনারর আগে বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়ে কসবা কদমতুলি হয়ে কসবা সুপার মাকের্ট চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত শোভা যাত্রায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সদস্যসহ শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবাসায়ী,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি বর্গরা অংশ গ্রহণ করেন।