কসবায় মুফতি আলউদ্দিন জিহাদীর মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0 2

বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুফতি আলউদ্দিন জিহাদীর মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে কুমিল্লা সিলেট মহা সড়ক খাড়েরা নামক স্থানে আহলেসুন্নাতুল জামাত ও বাংলাদেশ ইসামী ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুরকুইল গাউছিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা ডক্টর ছদর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখে আহলে সুন্নাতুল জামাত কসবা উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহিন, মাওলানা জহিরুল হক,মাছুম বিল্লাহ,রিংকু প্রমুখ।
বক্তব্যরা বলেন; ২৪ ঘন্টার মধ্যে মুফতি আলউদ্দিন জিহাদীকে মিথ্যা মামলা থেকে মুক্তি না দিলে সারা বাংলাদেশে সুন্নী তৌহিদি জনতা মাঠে ময়দানে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। প্রায় ৪কি:মিটার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশকারীরা। এতে মহাসড়কে যানচলচল বন্ধ হয়ে পড়ে। পরিশেষে পুলিশের পদক্ষেপে বিক্ষোকারীরা মহাসড়ক ছাড়তে বাধ্য হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares