কসবায় মাদক জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা ও র্যালী অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে মহিলা ডিগ্রী কলেজ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থাদের্থীদেরকে নিয়ে মাদক,জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে মহিলা ডিগ্রী কলেজ বিশ্ব বিদ্যালয়ে অধ্যক্ষ তসলিম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সহকারী অধ্যাপক আবুল হোসেন, প্রভাষক নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক মোকারম হোসেন ও বিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া আক্তার প্রমুখ। বক্তারা সমাজ থেকে মাদক,জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সবাইকে সচেতন করার জন্য আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে বিশ্ব বিদ্যালয় চত্বর থেকে মাদক,জঙ্গি ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি র্যালী বের করা হয়।