কসবায় মাদক ও মোটরসাইকলেসহ দুই যুবক আটক

0 1

bgb12216
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মধুপুর সীমান্ত এলাকা হতে ০৪ কেজি গাঁজা এবং ২৩ বোতল হুইস্কিসহ ০২ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত আসামীদের একজন হলেন মোঃ খোকন মিয়া(২৬), পিতা- মোঃ আজিজুল হক, গ্রাম- নোয়াগাঁও, পোঃ-চন্ডিদ্বার, এবং অন্যজন মোঃ মিন্টু মিয়া(২৫), পিতা-আব্দুল কাইয়ুম, গ্রাম-ধজনগর, পোঃ-বিষ্ণুপুর, উভয়ের থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
বিজিবি জানান, আজ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে কসবা উপজেলার মধুপুর সীমান্ত এলাকা হতে ০৪ কেজি গাঁজা, ২৩ বোতল হুইস্কিসহ মোটরসাইকেল আরোহী এই দুই যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। এছাড়া আটককৃত আসামীদেরকে মাদক ও মোটরসাইকেলসহ কসবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares