কসবায় ব্রজপাতে এক কৃষক নিহত

0 1

image_18846_3127

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্রজপাতে এক কৃষক নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়।
বুধবার সকাল সাড়ে ১০টায়  নিজ বাড়ি থেকে তাঁর জমিতে কাজ করতে গিয়ে ব্রজপাতের শিকার হন। কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সততা স্বীকার করে বলেন, রোকন উদ্দিন(৬০) রুক্কু  পিতা মৃত তালেব আলী গ্রাম- সিমরাইল উওর পাড়া ,ইউপি মেহারী বলে জানা যায়। রুক্কু মিয়া সকালে কৃষি জমিতে কাজ করার সময় ব্রজপাতে নিহত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares