কসবায় ব্যাংক এশিয়ার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার সীমান্ত মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংক এশিয়া’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৭ নভেম্বর সোমবার সকালে কেক কেটে পালিত হয়েছে। ব্যাংক এশিয়া কসবা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আর ব্যাংক দ্বিতীয় ব্যবস্থাপক শাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুবেদার (অব:) আব্দুর রহিম,সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান,বাংলাদেশ মানবাধিকার কমিশন কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন,ব্যবসায়ী আকরামসহ ব্যবসায়ী প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।