কসবায় বৈশাখ উদযাপন

0 1

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:স্বাগত ১৪২৬ প্রাণের পয়লা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখ উদযাপন করা হয়।

সকালে কসবা  উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার হাসিনা ইসলামের বাঙালোতে পান্হা উৎসবের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। পরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৈশাখি   রা্ললী বের হয়ে উপজেলা প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। অপর দিকে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম হারুনুর রশীদ ঢালীর  ব্যবসা প্রতিষ্ঠান পুরাতন বাজার কসবা মুকুট পুষ্প বিতানে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ নববর্ষ বৈশাখ পালিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুছ করীম বেলালী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares