কসবায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

0 2

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারী শিক্ষকের বেতন ভাতা থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো: ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দদুল হান্নান, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক মো: হেলাল উদ্দিন, চক চন্দ্রপুর দাখিল মাদরাসার সুপার ইয়াকুব আলী, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছ, মিজানুর রহসান,জাকির হোসেন প্রমুখ।
কসবা উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষক সমিতির সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares