কসবায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারী শিক্ষকের বেতন ভাতা থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো: ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দদুল হান্নান, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক মো: হেলাল উদ্দিন, চক চন্দ্রপুর দাখিল মাদরাসার সুপার ইয়াকুব আলী, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছ, মিজানুর রহসান,জাকির হোসেন প্রমুখ।
কসবা উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষক সমিতির সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।