কসবায় বীরমুক্তিযোদ্ধা গরীব রিক্শা চালক সাদেকের পরিবারের দায়িত্ব নিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি

0 2

Copy of jobonখ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মূলগ্রাম ইউপি নিয়ামতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম (৭৫)। বীরমুক্তিযোদ্ধা হয়ে ৭৫ বছর বয়সে একমাত্র ভাড়া রিক্শা চালিয়ে সংসার চালাতেন। বীরমুক্তিযোদ্ধা হয়ে জীবন সংগ্রামে রিক্শা চালিয়ে সংসার চালানোর সংবাদটি জানতে পেরে মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি ।
গত ২৫ ডিসেম্বর বিকালে আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবনকে নগদ ১০হাজার টাকা, একটি শীতের কম্বল দিয়ে প্রেরণ করেন। এবং বীরমুক্তিযোদ্ধা সাদেকুল ইসলামের পরিবারের দায়িত্ব নেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। ঘটনাস্থলে নগদ অর্থ ও কম্বল পেয়ে আইনমন্ত্রীর সাথে মোবাইলে কথা বলে খুবই খুশি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম। আইনমন্ত্রীর অর্থ ও শীত বস্ত্র পেয়ে তার চোখে মুখে আনন্দের বন্যা পরিলক্ষিত হয়েছে।
এই সময় মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মাইলনুল ইসলাম,কসবা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল হক,সাবেক ছাত্র নেতা আজমল,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক মনির হোসেন, মেহারী ইউপি য়ুবলীগের সাধারণ সম্পাদক আল হেলার,কাজী মানিক,জনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কুটি চৌবেপুর জামে মসজিদে আইনমন্ত্রীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। আর আইনমন্ত্রী আনিসুল হক এমপির ন্যাক নজরে পড়েই বীরমুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম রিক্শা চালানো থেকে রক্ষা পেলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares