কসবায় বিশ্ব খ্যাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান সভা-র‌্যালী অনুষ্ঠিত

0 2

কসবা প্রতিনিধি:: “কর্ম গড়ে ভবিষ্যৎ কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব”এই শ্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফসার হাসিনা ইসলামের সভাপডিতত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। এই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: নজরুল ইসলঅম ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অপর দিকে জাতীয় ইঁদুর নিধন অভিযান নিয়ে একটি র‌্যালীসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কৃষক,ব্যবসায়ীক ও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সভায় ও র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares