কসবায় বিপুল পরিমান মাদক সহ ৩জন আটক

0 1

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ গাঁজা, বিয়ার, হুইসকি নিয়ে পাচারকালে ২লাখ টাকার মালামাল সহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জেলার কসবা উপজেলার ডিসি রোডের কায়েমপুর নামক স্থান দিয়ে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিওিতে  তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ।
শনিবার মধ্য রাতে কায়েমপুর নামক স্থানে পাচারকালে ২০বোতল হুইসকি,৮৮বোতল বিয়ারক্যান ও ২০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লা বুড়িচং গ্রামের রহিমের পুত্র শাহিন(২৯),কসবা উপজেলার গিরিশনগর গ্রামের পিতা মৃত ছিদ্দিক মিয়ার পুত্র আবু তাহের(২০) ও  কসবা রাজবল্লভপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মামুন মিয়া(২০)।
 রোববার দুপুরে কসবা থানা অফিসার ইনচার্জ মো:আবদুল মালেক সাংবাদিকদেরকে জানান, আটককৃতরা একটি মাদক পাচারকারী সংবদ্ধ সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। আটককৃত মালামালের মূল্য ২লাখ ১৬হাজার টাকা বলে তিনি জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares