কসবায় বায়তুলনুর জামে মসজিদ নির্মাণ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

0 5

খ.ম.হারুনুর রশীদ ঢালী.কসবা উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার  কসবা পৌর এলাকা তেতৈয়া বায়তুল নুর জামে মসজিদ নির্মাণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আব্দুল হান্নান মাস্টারের মসজিদ নির্মাণের জন্য দেওয়াকৃত সাড়ের তিন শতক জায়গার উপর তেতৈয়া বায়তুল নুর জামে মসজিদ নির্মাণ করা হয়।

মরহুম আব্দুল হান্নান মাস্টারের বড় ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর জাদা গোলাম সারোয়ার সাঈদী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  এ এস পি সার্কেল (কসবা-আখাউড়া) আব্দুল করিম,জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন ইকবাল,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, পৌর কাউন্সিলার রগু মিয়া, বীর মুক্তিযোদ্ধা এইচ এম শাহ আলম,রস্তম খান প্রমুখ।
দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনা করে এলাকার নামাজিরা নামাজ আদায়সহ মসজিদের উন্নয়নের সকলের সহযোগিতায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares