কসবায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

0 3

কসবা প্রতিনিধি:: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম  জন্মদিন উপলক্ষে কসবা পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ রোববার সকালে কসবা পৌরসভা অডিটরিয়ামে পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন প্যানেল মেয়র আবু জাহের,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,নব নির্বাচিত কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা পৌরসভা সচিব আয়েশা বেগম,কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য সোলেমান খান,আফজাল হোসেন রিমন,রতন সরকার প্রমুখ। এসময় কসবা পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্হিত ছিলেন।
আলোচনা শেষে জাতির জনকের রিহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরিশেষে কেক কেটে জাতির জনকের ৯৯তম জন্ম দিন পালন করা হয়।
এ ছাড়া কসবা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন জাতির জনকের জন্মদিনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares