কসবায় পুলিশের হাতে ১হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের হাতে ১ হাজার পিছ ইয়াবাসহ সাগর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়।
কসবা উপজেলা সদর উওর সিএনজি ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিওিতে কসবা থানার এ এস আই মাসুদ পারভেজ পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন সাগর (৪৮) নামে এক ব্যক্তির কাছ থেকে পলিথিনের প্যাকেটে রাখা ১ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
আজ রোববার সকালে কসবা থানা অফির্সার ইনচার্জ মো:আবদুল মালেক সাংবাদিকদেরকে জানান, কসবা সদর থেকে গোপন সংবাদে মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সাগরকে আটক করা হয়। তার কাছ থেকে পলিথিন ব্যাগে থাকা প্যাকেটে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে ঢাকা ডিএমপিতে আরেকটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান ।
কসবা থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আটককৃত সাগর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের পিতা মৃতু মফিজ উদ্দিনের পুত্র।