কসবায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(স:) র‌্যালী আলোচনা সভা

0 2

Copy of Picture -011কসবা উপজেলা প্রতিনিধি : এক হাজার ৪৪৬ বছর আগে এ দিনে সৌদি আরবের মক্কায় জম্মগ্রহণ করেন।শান্তির ধর্ম ইসলামের প্রচারক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব,সাইদুল মুরসালিন হজরত মুহাম্মদ(সা:)।ঠিক ৬৩ বছর পর একই তারিখে ইন্তেকাল করেন রাসুল(সা:)। বিশ্ব মুসলিম উম্মাহর কাছে দিনটি তাই একই সয্গে আনন্দ ও বেদনার। বিশ্ব মুসলিম সম্প্রদায় দিনটি ঈদে মিলাদুন্নবী(সা:) হিসেবে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন।সিরাতুলন্নবী(সা:) নামেও পালিত হয় ঈদে মিলাদুন্নবী(সা:)।
১২ই রবিউল আওয়াল ১৪৩৭ হিজরী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ২৫শে ডিসেম্বর সারা দেশের ন্যায় শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাকের পার্টি,আহ্লে সুুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট,বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কসবা উপজেলা শাখার সম্মিলিত উদ্যোগে এক বিশাল জশনে জুলুছের র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কুটি চৌমুহনী ও গোপীনাথপুর থেকে প্রিকাপ দিয়ে ব্যানার পতাকা নিয়ে আসা মিছিলটি জশনে জুলুছ কসবা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সুপার মাকের্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। পীরজাদা ছৈয়দ ছদর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী,জাকের পার্টি কসবা উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম,লিয়াত আলী,মাওলানা ইয়াছিন,মাছুম বিল্লাহ,উজ্জল,হিাছান প্রমুখ। উক্ত জশনে জুলুছে সর্বস্তরের মুসলমানসহ তরিকত জাকেরান আশেকানরা উপস্থিত ছিলেন। কয়েক শতাধিক সুন্নীর আগমনে অনুষ্ঠানের প্রধান বক্তা জাকের পাটি বাস্তহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সি:যুগম সাধারণ সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন;এখনই সময় এসেছে নবী প্রেমিক সকল আহ্লে সুুন্নাত ওয়াল জামাত ও পীর মাশায়েক ভক্তদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares