কসবায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কসবা প্রতিনিধি :: ‘জানবে বিশ্ব জানবে দেশ,দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বায়েক ইউপির শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে উপজেলা কমিশনার ভূমি জোবাইদা আক্তারের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি ছিনে উপজেলা চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিেেলন বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
বিদ্যালয় চত্বরে র্যালী ও দুর্যোগ প্রস্তুতি মোহড়া অুষ্ঠিত হয়। পরিশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।