কসবায় উদযাপিত হল বই উৎসব

0 1

খ.ম.হারুনুর রশীদ ঢালী :আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কসবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণের মাধ্যমে উদযাপিত হল বই উৎসব। এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।

বই বিতরণ উৎসব উপলক্ষে ১ জানুয়ারি সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,উপবৃওি অফিসার জাফর আহম্মেদ ঐতিহ্যবাহী কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল,স্কুল কমিটির সভাপতি আবু জাহের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দেন।

এছাড়া কসবা পৌর উচ্চ বিদ্যালয়,কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়, খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়, তালতলা উচ্চ বিদ্যালয়, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যায়, হাজী পুর শহীদ স্বরণীকা উচ্চ বিদ্যালয়, বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যায়,অষ্টজঙ্গল শেরে বাংলা উচ্চ বিদ্যায়, হাবিবুল্লাহ মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, কুটি অটল বিহারী উচ্চ বিদ্যায়ল, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়, চারগাছ এন আই ভুঞা উচ্চ বিদ্যালয়, সৈয়দাবাদ উচ্চ বিদ্যালয়, মইনপুর উচ্চ বিদ্যালয়, শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। কসবা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বই ৫লাখ ৮৭হাজার পেয়েছি যা বিতরণ করা হয়েছে এবং শতভাগ পেয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহাম্মদ এই প্রতিবেদককে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares