কসবায় ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত

0 2

কসবা প্রতিনিধি:: ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহুআ:উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলেঅচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
আস বুধবার দুপুরে কসবা পৌর সভার স্বাধীনতার চত্বরে পুরকুই দরবার শরীফের পীর কালেম ছদর উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন।
এতে বক্তব্য রাখেন আটরশি পাক দরবার শরীফের খাদেম ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, মাওলানা ফয়েজ মিয়া,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,নোয়াব সর্দার,লিকয়ত আলী প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে কসবা কদমতুলি থেকে বিশাল একটি র‌্যালী বের হয়ে কসবা থানা রাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে অনুষ্ঠানে গিয়ে সমবেত হন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares