কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। আজ দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সাক্ষরতা দিবস আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বক্তব্য উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার,উপজেলা বিএডিসি সহকারী প্রকৌশলী মাফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এই সময় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,ইমাম,মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।