কসবায় অনাথ বর কনের বিয়েতে স্থানীয় পুলিশ প্রশাসন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শীতল পাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মো:জহিরুল হক খানের পালিত কন্যা নার্গিসের বিয়েতে সহযোগিতায় স্থানীয পুলিশ প্রশাসন।
রবিবার বিকালে কসবায় নিজ বাসায় থেকে বিয়ে দিলেন পালিত কন্যা নার্গিসকে। বরের বাড়ি একই পাড়ায়। জীবন ধারণ করার জন্যএকটি অটোবাইক উপহার দেয়া হয়।
নতুন অটোবাইকের চাবি তুলে দিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.,হারুনুর রশীদ ঢালী। বিয়ের অনুষ্ঠানে কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেকসহ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উপহার কৃত অটোবাইকে চড়ে নববধু ও বর কসবা উপজেলার প্রধান রাস্তা দিয়ে পলাশের বাড়িতে যায়। এই সময় শতশত জনতা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে লক্ষ্য করেন।