কসবার বাড়াই হাফিজিয়া ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন

0 2

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির বাড়াই গ্রামে সৈয়দ কুতুবিয়া হাফিজিয়া ও এতিমখানার দুই তলা নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে এতিমখানা চত্বরে ৩০লাখ টাকা খরচে এই ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কসবা উপজেলা আড়াইবাড়ি গ্রামের সন্তান ও এমকোর পরিচালক সিআইপি এ.কে,এম বদিউল আলম জামাল।আলহাজ্ব ইঞ্জিনিয়ার নুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ.কে.এম সামসুল আলম দুলাল,আলহাজ্ব মো:ফরিদ আহাম্মদ ভুইয়া,মো:রুবায়েদ কামাল আলম। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মুক্তা মাস্টার, মো:ইসাক মিয়া, মো:ফরিদ আহাম্মেদ, অলেক ভুইয়া প্রমুখ। পরিশেষে বাড়াইবাড়ি গ্রামবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares