কসবার কায়েমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের ভোট কেন্দ্র কমিটি গঠন

0 2

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আসন্ন একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে আইনমন্ত্রী আনিসুল হককে বিজয় করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগ ভোট কেন্দ্র কমিটি গঠন করেছেন। উক্ত ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটির পাশাপাশি বিনাউটি ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা  অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কায়েমপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো: জাকির হোসেন। এই সময় আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কায়েমপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ভুইয়া,ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ,কসবা উপজেলা ছাত্রলীগের সাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন; আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনমন্ত্রী আনিসুল হককে উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবে জনগণ। আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন মইনপুর সীমান্ত ফাড়িরর কাছে কায়েমপুর ইউপি আওয়ামী লীগের কার্যালয় অফিস উদ্বোধন করেন। পরিশেষে দেশের মঙ্গলকামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares