কসবায় পুলিশের উদ্যোগে মাদক নির্মুলে সামাজিক উদ্বুদ্ধকরণ শোভাযাত্রা
রুবেল আহমেদ ॥ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অংশ গ্রহণে কসবায় মাদক নির্মুলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শোভাযাত্রা করেছে কসবা থানা পুলিশ।
শনিবার (৬ মে) বিকেলে এই শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন।
এছাড়াও সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।