কসবাবাসীর প্রতি কৃতজ্ঞতা মিয়া মো:নুরুল হকের

0 2

150-01কসবা প্রতিনিধি: কসবাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক মিয়া মো:নুরুল হক। গত ২১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পদে বিনা প্রতিদন্ধিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় মিয়া মো:নুরুল হক কৃতজ্ঞতা জানান। তিনি কসবা প্রেসক্লাবের সাবেক আহবায়ক,কসবা থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্নিবাণীর সম্পাদক ও প্রকাশক,মাদক মুক্ত কসবা চাই সংগঠন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কসবা উপজেলা শাখার উপদেষ্টা সদস্য। তিনি ১৯৮২ সাল থেকে সংবাদ পত্রে কলম সৈনিক হিসেবে কাজ করে আসছেন।
বিনা প্রতিদন্ধিতায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচিত হওয়ায় মিয়া মো:নুরুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী। তিনি বলেন;আগামী দিনে পল্লী বিদ্যুৎ অফিসকে দালালমুক্ত,সচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares