আখাউড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
শুক্রবার বিকাল ৪টায় আখাউড়া দণি ইউনিয়নের গাজীর বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিহ হয়েছে। দণি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমিন খাদেম, উপদেষ্ঠা কাউছার আহমেদ ভূইয়া। সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন ভূইয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ ভূইয়া, উপজেলা বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক দেলোয়া হোসেন (২) উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জামাল চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাজিব উদ্দিন ভূইয়া, জহিরুল ইসলাম রনি, মানিক মিয়া, মনির হোসেন, ডা: মনির হোসেন, কবির মিয়া প্রমুখ। |