ভারতে পাচারকালে আখাউড়ায় বিপুল পরিমান মাছ জব্দ
শামীম উন বাছির ঃ ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে প্রায় ২ হাজার কেজি মাছ আটক করেছে বিজিবি। রবিবার ভোরে উপজেলার মোগড়া এলাকা থেকে এসব মাছ আটক করা হয়। মোগড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মো: সাজাহান জানান,গোপন সূত্রে খবর পেয়ে মোগড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ এসব মাছ জব্দ করা হয়। জব্দ করা চন্দনা মাছগুলো ওমান থেকে আমদানি করা হলেও ভারতে রপ্তানির কোন কাগজপত্র ছিলনা। পরে মোট ১৯৫০ কেজি মাছ আখাউড়া শুল্ক স্টেশনে নিলামে বিক্রি করা হয়। |