ত্রিপুরাবাসীর একাত্মতা প্রকাশ শাহবাগের গনজাগরণের প্রতি

0 0
প্রতিনিধি: শাহবাগের গনজাগরণের প্রতি একাত্মতা জানিয়েছেন ভারতের ত্রিপুরাবাসী। মোমবাতি প্রজ্জলন, কবিতা, আর গানে ত্রিপুরার মানুষ এ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডের এ আয়োজনে রাজাকারদের ফাঁসির দাবিতে একসঙ্গে কন্ঠ মেলায় এপার ওপার বাংলার মানুষ। ভারতের ত্রিপুরা রাজ্যের পত্রিকা আজকের ফরিয়াদ, প্রাইম ফোকাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, প্রেসক্লাব, প্রজন্ম চত্বর, সীমান্ত সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিল সিএন্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি।  

গতকাল সকাল ১১টায় বাংলাদেশীদের সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার বিধায়ক সানিত দেবরায়। বক্তব্য রাখেন ত্রিপুরার উচ্চ শিক্ষা মন্ত্রী অনিল সরকার, সাবেক বাণিজ্য মন্ত্রী পবিত্র কর, আজকের ফরিয়াদের সম্পাদক শাণিত দেব রায়, ত্রিপুরার কবি শুভ্রজিত ভট্টাচার্য, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, প্রেসক্লাবের সদস্য বিশ্বজিৎ পাল বাবু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ। প্রদীপ প্রজ্জলনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ-২-আসনের সংসদ সদস্য সাইদুজ্জামান সরকার, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কানু খাদেম, প্রেসক্লাব আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. রাজিব ভূঁইয়া।

অনুষ্ঠান মঞ্চে ত্রিপুরার সুরঝর্ণা, বিশ্ববীণা, রবিসুধা, অনুরাগ, বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন, প্রজন্ম মঞ্চ ও প্রেসক্লাবের শিল্পীরা সঙ্গীত এবং কবিতা পরিবেশন করেন। মন্ত্রী অনিল সরকার পড়ে শুনার তাঁর লেখা একটি কবিতা। দুপুর ১২টার দিকে শাহবাগের শ্লোগান কন্যা লাকী মোবাইল ফোনে ত্রিপুরাবাসীকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান মঞ্চের পাশেই ছবি আঁকেন স্বপন নন্দী। অনুষ্ঠানের শেষ দিকে বাংলাদেশের আয়োজকদের হাতে ত্রিপুরাবাসীর একটি গণস্বাক্ষর ব্যানার তুলে দেওয়া হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares