ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্ধর্ষ ডাকাতি-এক ডাকাত গ্রেফতার

0 1
আবুল হাসনাত মোঃ রাফি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের মসজিদপাড়ার মাসুদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এসময় হুমায়ূন মিয়া (৩৫) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
ডাকাতির শিকার মো.মাসুদ মিয়া জানান, ভোর চারটার দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ সাড়ে তিনলাখ টাকা, দেড় ভরি স্বর্নলঙ্কার,মোবাইল ফোনসেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়।  এসময় হুমায়ুন নামে এক ডাকাতকে চিনে ফেলেন তারা। পরে সকাল সাতটার দিকে এলাকাবাসীর সহায়তায় ওই এলাকা থেকেই তাকে আটক করা হয়। তার কাছ থেকে ডাকাতির সময় লুটে নেওয়া মোবাইল ফোনসেট এবং ডাকাতির সময় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো.মহসিন ভূইয়া জানান,‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  গ্রেফতারকৃত হুমায়ুন মিয়াকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।’ তবে এসআই মহসিন এ ঘটনাকে চুরি বলে আখ্যায়িত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares