তিনদিন ধরে স্কুলে যেতে পারছেনা রোকসানা

0 3

তিনদিন ধরে স্কুলে যেতে পারছেনা রোকসানা। পহেলা বৈশাখের দিন প্রতিপক্ষের লোকজন রোকসানাসহ তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে আহত করে। তারপর থেকেই সে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। রোকসানা উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, রোকসানার মামা মালু মিয়ার সাথে একটি পুকুর নিয়ে প্রতিবেশী ইদ্রিস মিয়ার দির্ঘদিন ধরে বিরোধ চলছিল। পহেলা বৈশাখের দিন সকালে মাটি কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এরজের ধরে কিছুক্ষণ পরই ইদ্রিস মিয়ার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মালু মিয়ার পরিবারের উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে।হামলায় আহত আব্দুল খালেক(৭০), বাতেন মিয়া(৩০),কাইয়ুম মিয়া(৩৫),রোকসানা বেগম(১৬),মালু মিয়া(৩৬) এবং নূরনাহান বেগম(৩৫) আখাউড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।এ বিষয়ে মালু মিয়া বাদী হয়ে ওই দিনই ৭জনকে আসামী করে আখাউড়া থানায় মামলা দায়ের করে। কিন্তু সোমবার ইদ্রিস মিয়ার ছেলে লোকমান বাদী হয়ে ৯জনকে আসামী করে পাল্টা মামলা দায়ের করেন। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেখানো হয় ইদ্রিস মিয়ার পরিবারের চার সদস্যকে।কিন্তু বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় তাদের মধ্যে তিনজন ১৬ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে যায়। তাছাড়া ভর্তি হওয়া ইদ্রিস মিয়ার ছেলে কান্দু মিয়া কর্তপক্ষকে না জানিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করে।মালু মিয়া সাংবাদিকদের বলেন, পাল্টা মামলা দায়েরের পর থেকেই তার পরিবার নিরাপত্তহিনতাই ভোগছেন। ইদ্রিস মিয়ার ছেলেরা তাদের উপর আবারো হামলা চালানোর হুমকি দিচ্ছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares