একদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু




আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, ভারত জুড়ে শ্রমিক ধর্মঘটের কারণে মঙ্গলবার বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। একদিন বন্ধ থাকায় রপ্তানির অপোয় থাকা প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দর সড়কে অপো করছে।
« চল চল ঢাকা চল নবীনগরে বিএনপির সমাবেশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ভারতের আন্তঃনদী সংযোগের পরিণাম – শুকিয়ে যাবে বাংলাদেশ »