Main Menu

বাঙ্গালিয়ানা ও সংস্কৃতিকে অহ্মুন্ন রেখে এগিয়ে যাক নারী- আখাউড়ার ইউএনও শামসুজ্জামান

+100%-

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলহ্মে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় এক বিশাল র‍্যালি আখাউড়ার প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদহ্মিণ করেন। । তাছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন আখাউড়া লেডিস ক্লাব,মহিলা ক্রীড়া সংস্থা ও নারী জাগরণী সংঘ।

আলোচনায় নারী ক্রীড়া সংস্থার অন্যতম সভানেত্রী আইনজীবী মৌসুমী বলেন,নারীর হ্মমতায়নে পুরুষকে ও এগিয়ে আসতে হবে।একজন আইনজীবী হিসেবে আমি নারীদের সার্বিক আইনী সহযোগিতা করবো।জেন্ডার ইকুয়ালিটির জন্য সামাজিক নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরা এগিয়ে যাবেই -কোনো বাঁধায় তাদেরকে দাবিয়ে রাখতে পারবেনা। ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান বলেন, আমি আশা করবো আমাদের বাঙ্গালিয়ানা ও সংস্কৃতিকে অহ্মুন্ন রেখে এগিয়ে যাক নারী।আমরা পুরুষরা সব সময় নারীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। উক্ত র‍্যালিতে সকল শ্রেণী ও পেশার নারী, স্কুল – কলেজের ছাত্রী, রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।






0
0Shares