১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১২৩ বোতল হুইস্কি আটক
ডেস্ক ২৪:: অদ্য ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১২৩ বোতল হুইস্কি আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুর রশিদ এর নেতৃত্বে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মিনারকোট আর্মি টিলা এলাকায় সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় অভিযান পরিচালনা ১১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। এছাড়া বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকা হতে সিংগারবিল বিওপি’র টহল দল কর্তৃক বেলা ১০:৪৫ ঘটিকায় ০৮ বোতল ৯০০০ বিয়ার হুইস্কি আটক করা হয়েছে।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক চোরাচালানরোধে সকলের সহযোগিতা কামনা করেন।