নৌকার পক্ষে প্রচারণা শুরু করেছে ধরখার ইউনিয়ন ছাত্রলীগ

0 2

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও  নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ধরখার ইউনিয়ন ছাত্রলীগ ।শনিবার  সন্ধ্যায় রুটি বাজার থেকে শুরু হয়ে সরকার বাড়ীর রোড পর্যন্ত প্রচারণা চালায় তারা। পরে মিছিল করে রুটি চক বাজার কেন্দ্রীয়  আওয়ামীলীগ এর কার্যালয়ে গিয়ে শেষ  হয়। মিছিলের উদ্যোক্তা ছিলেন রুটি কেন্দ্রীক ছাত্রলীগের পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শামীম সরকার  ।

এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে এডভোকেট আনিসুল হক সাহেব এর পক্ষে নৌকা মার্কায় ভোট চান ভোটারদের কাছে।

প্রচারণায় উপস্থিত ছিলেন রুটি নূরপুর ওয়ার্ডের ছাত্রলীগ এর নেতা মোঃ সাইফুল ইসলাম (বাবু),মোঃ হুসেন মিয়া,  মোঃ রুহুল আমিন সরকার (এলবিন),মোঃ বাবুল মিয়া,নূর আলম,মোঃ সুমন খন্দকার,মোঃ  জসিম মিয়া,সাইদুল খন্দকার,মোঃ সোহান সরকার,মোঃ ফাহাদ খন্দকার,শাকিল খন্দকার,নূর মোহাম্মদ মিয়া,মোঃ শামীম মিয়া (০২),মোঃ রুমান মিয়া,ইমন খন্দকার , স্বজল বিশ্বাস ,ইসমাঈল সরকার,শাকিল সরকার ,মোঃ হেলাল মিয়া,মোঃ ইয়ামিন মিয়া,মোক্তার হোসেন ,হেলাল মিয়া,ইয়ামিন মিয়া,হাফেজ সিরাজুল ইসলাম,রাকিব,নাঈম প্রমুখ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares