নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র হেড মাওলানা  মৃত্যুবরণ করেন।

0 1
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া  উপজেলার নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা সিনিয়র  শিক্ষক মোঃ আব্দুল সালাম সরকার  মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন শ্বাস কষ্ট জনিত অসুস্থ ছিলেন।তিনি গতকাল সন্ধ্যা ২:১৫ টার সময় ঢাকা আজগড় আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নি:শ্বাষ ত্যাগ করেন।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যা ও শত শত শিক্ষার্থীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বুধবার  বেলা ২ টায় নূরপুর কেন্দ্রীয় ঈদগাহ  মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে মরহুমের মৃত্যুতে নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা  মন্ডলী,ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ,নুরপুর হিলফুল ফুযুল যুব সংগঠনের সকল নেতৃবৃন্দ  গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares