উন্নয়নের জন্য দল, মত নির্বিশেষে নৌকায় ভোট দিন – নির্বাচনী জনসভায় আইনমন্ত্রী

0 1

জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য দল, মত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার(২১ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় সকলের কাছে নৌকার ভোট চান আইনমন্ত্রী ।

দেবগ্রামে হাজী রহিম মিয়া কিন্ডারগার্টেন উদ্ভোদন করার পর দোয়ায় অংশগ্রহন করে আখাউড়ায় গনসংযোগ করেন। তখন উপস্থিত জনতার সামনে আখাউড়া উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ আনিসুল হকের উপস্থিতিতে আওয়ামীলীগে যোগদান করেন। যুবদল ছেড়ে আওয়ামীলীগ এ যোগদানকারী ফয়েজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছি। আজ থেকে আজীবন পর্যন্ত আওয়ামীলীগে থেকে সকলকে নিয়ে কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, আখাউড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম, দেবগ্রামের কমিশনার বাবুল, যুবলীগ নেতা এরো বাবুল, উপজেলা আওয়ামীলীগ এর আহ্বায়ক অধ্যহ্ম জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাপলু,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন,আশিকুর রহমান নাইম,যুবরাজ শাহ রাসেল সহ আরো অনেক নেতৃবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares