ঈদ স্পেশাল ট্রেন আখাউড়ায় ৪ ঘন্টা বিরতি, রেলপথ অবরোধ আটকা উপকূল

0 1

আখাউড়া রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ঈদ স্পেশাল-৮ নামে একটি ট্রেন ৩ ঘণ্টা যাত্রা বিরতি দেয়। এ সময় ট্রেনে থাকা বিক্ষুব্ধ যাত্রীরা রেল অবরোধ করে নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়।

৬ জুলাই বৃহস্পতিবার রাত নয়টা ২৫ মিনিটে (স্পেশাল ট্রেনের যাত্রীরা) উপকুল এক্সপ্রেস নামে টেনের সামনে দাড়িয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে যাত্রীদের বাক বিতন্ডা হয়।

স্পেশাল টেনের যাত্রী জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন যাত্রী জানান স্পেশাল ট্রেনের ভোগান্তির শুরু মানিকখালী থেকে সেখানে ট্রেনটি ৩৫ মিনিট দাঁড়েয়ে ছিলো, পরে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ঘণ্টা, পাঘাচং স্টেশনে ৩০ মিনিট এবং সর্বশেষ আখাউড়ায় ৪ ঘন্টার বেশি সময় দাড়িয়ে ছিলো। এ সময় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধ করে নোয়াখালি অভিমুখী উপকূল ট্রেন আটকে দেয়।পরে আখাউড়া রেলওয়ে থানার ওসি যাত্রীদের সান্তনা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার হাই উল ইসলাম বলেন স্টেশনের ইয়ার্ড রিমডেলিং এর জন্য আজকে থেকে নন ইন্টারলক চালু হয়েছে। যার কারণে প্রথম দিন ম্যানুয়ালি নেওয়ার জন্য কোন কোন গাড়ি লেট হয়েছে, এর মধ্যে ময়মনসিংহ ঈদ স্পেশাল ৮ আখাউড়ায় লেটে এসেছে। পরে ইঞ্জিনের সমস্যা থাকায় ৩ ঘণ্টা লেট হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দীন বলেন লোকজন জড়ো হলে আমি তাদের সাথে কথা বলি। তারা আমাকে জানিয়েছে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় তারা অতিষ্ঠ, পরে স্টেশন মাস্টারের সাথে কথা বলে তিনি আমাকে জানিয়েছেন ১০-১৫ মিনিটের মধ্যেই ইঞ্জিন এর সমস্যা সমাধান হবে। এ সময় আইন-শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুর নবী বলেন যেহেতু স্টেশন নন ইন্টারলক হয়েছে হাতে অপারেশন করতে হচ্ছে, কম্পিউটার বেজ অকেজো,স্টেশনের লাইন ডেভেলপমেন্ট এর জন্য কাজ করা হচ্ছে, ফলে সব গাড়িই দেরি করেছে। এর মধ্যে ময়মনসিংহ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি বেশি দেরি করায় সমস্যা তৈরি হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares