আনিসুল হককে ফের আইন মন্ত্রণালয়ের আশায় আখাউড়ায় দোয়া মাহফিল

0 1
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক এম.পি কে ফের একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার আশায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার সকালে আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আহম্মেদের উদ্যোগে  পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।
এসময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিবেশন করেন খরমপুর মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লুৎফর রহমান খান খাদেম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, যুবলীগ নেতা মো. রোজবেল খাদেম, মাওলানা মাহমুদুল হাসান খান খাদেম, মাওলানা আলী আজগর,  নেত্রী ফাতেমা আহম্মেদ প্রমূখ।
 উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে দ্বিতীয় বারের মতো এড আনিসুল  হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares