আখাউড়া টনকি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টনকি রাসেল স্মুতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

0 2

00123গতকাল(শুক্রবার) টনকি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ধা 7.00 ঘটিকায় ”টনকি রাসেল স্মুতি স্মরনে” এলইডি টিভি বেডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হইয়।আয়োজন: টনকি শান্তি প্সোটিং ক্লাব, টনকি।
অংশগ্রহনকারী 16টি দলের মধ্যে সেমিফাইনালে উঠে ছতুরা শরিফ, টনকি পূর্বপাড়া, টনকি বাগানবাড়ী স্পোটিং ক্লাব এবং শাহপুর কসবা স্পোটিং ক্লাব।সেমিফাইলালে ছতুরা শরীফ টনকি পূর্বপাড়া কে 4-3 এবং 5.2 সেটে পরাজিত করে ফাইনালে উর্ত্তিন হয়। অপরদিকে টনকি বাগানবাড়ী স্পোটিং ক্লাব শাহপুর কসবাকে 5-3 এবং 5-4 সেটে পরাজিত করে ফাইনালে উর্ত্তিন হন।ফাইনালে ছতুরা শরিফ টনকি বাগানবাড়ীকেপরাজিত করে ফাইনালে উর্ত্তিন হন।বিজরীদলের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথী জনাব বদিউর রহমান-চেয়ারম্যান-আল-আরাফা ইসলামমি ব্যাংক লিঃ এবং বিশেষ আকর্ষন আখাউড়া পৌর মেয়র জনাব তাকজিদ খলিফা কাজল এবং বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান(স্বপন)-উপ-সচিব,বিজিএমইএ ।।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares