আখাউড়া টনকিতে ফো্রকানিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল

0 1

12573215_1030797713609639_193336426398557177_nগত ২২ জানুয়ারী ২০১৬ তারিখে টনকি যুব সমাজের উদ্যেগে টনকি ফো্রকানিয়া মাদ্রাসার প্রাঙ্গনে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। উক্ত মাহফিলের প্রদান বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল-আমিন সাহেব- খতিব মহাখালি জামে মসজিদ, ঢাকা। সুবেদার মিজানুর রহমান ভূইয়া এবং মোঃ নাছিম ভূইয়ার সভাপতি এবং সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে টনকিগ্রামের আদি পিতা কবির খান বাহাদুর, মাউদ সাদেকুল্লাহ এবং তার সন্তান সন্ততিসহ মৃতবরন কারী সকল গ্রামবাসীর ও দেশ ও দশের জন্য্ দোয়া কামনা করা হয়। বিশেষভাবে গ্রামের যুব সমাজকে প্রধান বক্তা এবং সভাপতি এবং গ্রামের সর্বস্তরের মানুষের পক্ষে তাদের অভিন্দন জানান। কেরাত প্রতিয়োগিতার মাধ্যমে 10 জন মাদ্রাসার ছাত্রকে পুরস্কার দেয়া হয়।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares