আখাউড়ায় রেল লাইনের পাশে বেওয়ারিশ লাশ

0 2
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম -সিলেট  রেলপথ সংলগ্ন দ্বিতীয় তিতাস রেলওয়ে সেতুর পূর্ব এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের এসআই মো: রোকন উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।  তবে তার নাম পরিচয় জানা যায় নি।ধারণা করা হচ্ছে, রাতে কোনো একটি ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে।তাছাড়া হত্যা করার পর  হয়তো দুর্বৃত্তকারীরা লাশ ট্রেন থেকে ফেলে দিতে পারে। নিহত ব্যাক্তির থেকে কোনো কাগজপত্র, মোবাইল ইত্যাদি পাওয়া যায়নি। বেওয়ারিশ লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হবে বলে নিশ্চিত করেন সাব ইন্সপেক্টর রোকন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares