আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম দুরবাজ চেয়ারম্যান এর মৃত্যুবার্ষিকী পালন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, আখাউড়া সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, তারাগন গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দুবরাজ মিয়ার আজ ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ ২৯ নভেম্বর,রোজ বৃহষ্পতিবার মাগরিব নামাজের পর আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যহ্ম মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগ এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তিনি ২০০৬ সালের ২৯ নভেম্বর আখাউড়া স্থলবন্দরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।